বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীরা যেন দাওয়াত না পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

|

বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে যুদ্ধাপরাধী কেউ যেন দাওয়াত না পায় এবং অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বিজয় দিবসে যারা শোভাযাত্রা করবে তাদেরকে সাতদিন আগেই আবেদন করতে হবে। কেউ মলিন, বিবর্ণ কিংবা ছেঁড়া পতাকা ওড়াতে পারবে না। এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে কেউ আলোকসজ্জা করতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

১৬ ডিসেম্বর গাড়িতে কিংবা বাসা বাড়িতে পতাকা উত্তোলন করলেও পরদিন নামিয়ে ফেলার নির্দেশনা দেন আসাদুজ্জামান খাঁন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply