দুদকের এজাহার গ্রহণের ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

|

দুর্নীতি দমন কমিশন-দুদকের এজাহার গ্রহণের ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী।

সুবির নন্দী নামে ওই আইনজীবী জানান, মূলত দুর্নীতি দমন বিধিমালা ২০১৯ কে চ্যালেঞ্জ করে রিট মামলাটি দায়ের করেছেন তিনি।

সুবির বলেন, মামলার প্রাথমিক তদন্ত এবং মামলা দায়েরের ক্ষমতার মাধ্যমে থানার ক্ষমতা কুক্ষিগত করেছে দুদক, যা অসাংবিধানিক।

দুদকে এই ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না এবং কেন এই বিধিমালা সংশোধন করা হবে না সেই বিষয় জানতে চেয়ে রুলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট মামলাটির শুনানি হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply