হোয়াইট হাউজে এরদোগান, ফেরত দিলেন ট্রাম্পের সেই ‘কড়া ভাষা’র চিঠি

|

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক খুব ফলপ্রসু হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরদোগানের সঙ্গে সম্পর্ক খুব ভালো বলেও জানান তিনি। ট্রাম্প বলেন এরদোগান এবং তিনি ভালো বন্ধু, ক্ষমতা গ্রহণের শুরু থেকেই তাদের সুসম্পর্ক। একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারেন বলেও জানান ট্রাম্প।

তবে, যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনার বিষয়টি তুরস্কের জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এস ফোর হান্ড্রেড ক্রয় ইস্যুতে এবং সিরিয়ায় কুর্দিদের ওপর তুর্কি অভিযান নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ যাচ্ছিল।

ওয়াশিংটনে ট্রাম্প-এরদোয়ান বৈঠকের পর সে সম্পর্ক আবার জোরদার হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে সাক্ষাৎ শেষে দুই প্রেসিডেন্ট একসাথে সংবাদ সম্মেলন করেন। তাতে এক সাংবাদিক এরদোগানের কাছে জানতে চান গত মাসে তার কাছে পাঠানো ট্রাম্পের কড়া ভাষার চিঠিটি তিনি কী করেছেন? জবাবে ট্রাম্পের সামনেই এরদোগান বলেন এটা আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফেরত দিয়েছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply