মেহেরপুরে সকল রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

|

নভেম্বের ১ তারিখ থেকে চালু হওয়া সরকারের নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে মেহেরপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মেহেরপুরের ড্রাইভাররা। আজ শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন তারা।

মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, বর্তমানে নতুন আইন তৈরি হয়েছে তাতে করে আমাদের ড্রাইভাররা আর গাড়ি চালাতে চাচ্ছেন না। নতুন আইনে দুর্ঘটনার কারণে একজন ড্রাইভার এর পাঁচ লক্ষ টাকা জরিমানা এটার প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে মেহেরপুর কুষ্টিয়া -মেহেরপুর- চুয়াডাঙ্গা ও মুজিবনগর সহ সকল আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন তারা।

হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকালে যাত্রীরা বাস টার্মিনালগুলোতে এসে বাস না পেয়ে বিভিন্ন যানবাহন করে জীবনের ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply