সবরিমালা মন্দিরে প্রবেশ করা নারীদের নিরাপত্তা দেবে না সরকার

|

ভারতের সবরিমালা মন্দিরে প্রবেশ করা নারীদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকার নেবে না। মন্দিরটিতে সব বয়সী নারীর প্রবেশাধিকার বহাল রেখে সুপ্রিম কোর্টের রুল জারির পর, একথা বলেন কেরালার আইনমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ’র নেতৃত্বে পাঁচ বিচারকের একটি বেঞ্চ দেয় এ রায়। প্রতিক্রিয়ায় কেরালা সরকার বলছে, সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার সুযোগ নেই। কিন্তু, বিষয়টিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটলে প্রশাসন নিরুপায়।

শতবর্ষী মন্দিরটিতে, ১০ বছর থেকে ৫০ বছরের নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিলো। গেলো বছর, এ নিষেধাজ্ঞা বাতিল করেন সুপ্রিম কোর্ট। তবে, আদালতের রায় মানতে নারাজ মন্দির কর্তৃপক্ষ ও কট্টর হিন্দুরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply