ভারতে মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি’র কার্যালয়ে গোয়েন্দা তল্লাশি

|

‘বৈদেশিক তহবিল বিধিমালা’ লঙ্ঘন করায় ভারতে কর্মরত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যালয়ে তল্লাশি চালালো, সিবিআই।

কেন্দ্রীয় গোয়েন্দা অধিদফতর জানায়, নভেম্বরের ৫ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তারা একটি অভিযোগ পায়। এরই ভিত্তিতে, রাজধানী নয়াদিল্লি ও বেঙ্গালুরুর ৪টি কার্যালয়ে শুক্রবার রাতে চালানো হলো অনুসন্ধান।

অভিযোগে বলা হয়, ভারতীয় বিধিমালা লঙ্ঘন করে ব্রিটেন থেকে অবৈধভাবে অর্থ-সহায়তা নিচ্ছে সংস্থাটি।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব অবস্থানের কারণেই তাদের টার্গেট করা হয়েছে।

সংস্থাটির দাবি, ভারত ও আন্তর্জাতিক আইনের প্রতি রয়েছে পূর্ণ শ্রদ্ধা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply