বগুড়া ব্যুরো
২৪ ঘণ্টারও বেশি বন্ধ রাখার পর ২২ নভেম্বর পর্যন্ত নতুন আইনে মামলা হবে না-এমন আশ্বাসে বগুড়া থেকে আন্তঃজেলা রুটগুলোতে বাস চলাচল শুরু করেছেন শ্রমিকরা। নতুন সড়ক পরিবহন আইনের মামলা থেকে রেহাই পাবার কারণ দেখিয়ে শনিবার সকাল ১০টার পর থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন তারা।
রোববারও বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রেখেছিলেন শ্রমিকরা। এতে বন্ধ ছিলো বগুড়া থেকে নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জসহ আশপাশের জেলায় চলাচলকারী বাস-মিনিবাসগুলো। দুপুর ১২টা থেকে দুয়েকটি করে বাস চলাচল শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে পুরোদমে চলাচল শুরু হয় আন্তঃজেলা রুটগুলোতে।
শ্রমিকরা জানান, রোববার মালিকপক্ষ তাদের জানিয়েছে জেলা পুলিশ আগামী ২২ নভেম্বর পর্যন্ত নতুন সড়ক পরিবহন আইনে কোনো ব্যবস্থা নেবে না। তাই ওইদিন পর্যন্ত স্বাভাবিক নিয়ম গাড়ি চালাতে বলেছেন তারা। এমন সিদ্ধান্ত জানানোর পর বাস চলাচল শুরু হয়েছে বলে জানান শ্রমিকরা।
Leave a reply