ভারত সহ অন্য দেশের সাথে বাংলাদেশের যেসব চুক্তি হয়েছে সংবিধান অনুযায়ী তা প্রকাশ করার আহ্ববান জানিয়েছে বিএনপি।
সকালে দলের পক্ষে যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে প্রতিনিধি দল একটি চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে।
পরে বিএনপি নেতারা সাংবাদিকদের জানান, ভারত সফরে বাংলাদেশের যে চুক্তি হয়েছে সংবিধান অনুযায়ী তা প্রকাশ করেনি সরকার। দেশের স্বার্থ হানি হয় এমন চুক্তি হয়েছে কিনা, সে বিষয়ে পর্যালোচনার সুযোগ দিতে হবে। গণমাধ্যমে কথা বললেও, সংসদে এসব চুক্তির বিষয়ে কোন আলোচনা হয়নি।
সংসদে যারা আছেন, তারা এ বিষয়ে কথা বলতে চিঠি দিয়েছিলেন, কোন ফল হয়নি বলেই প্রধানমন্ত্রী বরাবর বিএনপি চিঠি দিয়েছে বলে জানান আলাল।
Leave a reply