স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

|

খাগড়াছড়িতে গৃহবধূ হত্যার দায়ে নেজাম উদ্দীন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ অক্টোবর দিবাগত রাতে খাগড়াছড়ির শালবন এলাকায় নিজ ঘরে গৃহবধূ শিরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে নেজাম উদ্দীন। ঘটনার পরদিন শিরিনের বাবা বাদী হয়ে নেজামকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২৫ মার্চ তাকে আসামি করে পুলিশ আদালতে চার্জশিট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনার এক বছর পর রোববার এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় শিরিনা আক্তার শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নিজাম উদ্দিন। হত্যার পর এক বছরের শিশু কন্যাকে শ্বশুর বাড়িতে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘাতক নিজাম উদ্দিনকে আটক করে পুলিশে দেয় নিহতের পরিবারের সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply