নতুন সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত নয়: মির্জা ফখরুল

|

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে সড়ক পরিবহন আইনটি বাস্তবসন্মত নয়। সবার সাথে আলোচনা করে সরকারের এই আইনটি করা উচিত ছিলো। সরকার নিজেদের কিংস মনে করছেন। তাই সড়ক পরিবহন আইন নিয়ে কারো সাথে আলোচনা করার প্রয়োজন মনে করেন নাই। যার ফলে বর্তমানে এই সংকট তৈরি হয়েছে। আজ সকালে ঠাকুরগাঁওয়ে কালিবাড়ির নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, জবাবদিহিতা না থাকায় ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে বাংলাদেশ। খালেদা জিয়া এদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। সেজন্য তাকে রাজনৈতিক কারণে বন্দি রাখা হয়েছে। বর্তমানে দেশে যে সংকট চলছে খালেদা জিয়া জেলের বাইরে থাকলে সে সংকট কাটিয়ে উঠতে পারতো। যদি সরকার খালেদা জিয়ার সাথে আলোচনা শুরু করেন তাহলে বর্তমান সংকট থেকে দেশ ও জাতি মুক্তি পাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply