মশা মারতে ড্রোন দাগা!‌

|

মশা মারতে কামান দাগা প্রবাদ আমরা শুনেছি কিন্তু মশা মারতে আধুনিক প্রযুক্তি ড্রোন দাগার কথা হয়তো আমরা ভাবতেও পারিনি। বিশ্বাস হোক আর না হোক মশা মারতে ড্রোনের ব্যবহার করেছে কলকাতা পৌরসভা।

এই ড্রোন শুধু আকাশে উড়ে মশার আঁতুড়ঘরে নজরদারিই করবে না মশা মারার তেলও স্প্রে করবে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার ছাদ থেকে ‘‌বিনাশ’‌ নামে একটি ড্রোন উড়ানো হয়।

কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন ‘‌এতদিন বহুতল এবং যেসব জায়গায় স্বাস্থ্যকর্মীরা পৌঁছতে পারতেন না, মশার আঁতুরঘরের খোঁজ পাওয়া যেত না, সেখানে ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়। পরে মশা বা মশার লার্ভা রয়েছে এরকম জা‪য়গা খুঁজে পেলে, সেই জায়গা পরিষ্কার করে দেবেন কর্মীরা।

ডেপুটি মেয়র আরও জানিয়েছেন, ড্রোনের সাহায্যে নজরদারি, মশা মারার তেল স্প্রে করার পাশাপাশি জলের নমুনা পরীক্ষা করারও পরিকল্পনা রয়েছে। বহুতলগুলির ছাদে জমে থাকা জলে মশার লার্ভা আছে কিনা জানতে, জল তুলে নিয়ে আসবে ড্রোন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply