চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে নিহত ৩

|

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীলে বন্য হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। রোববার ভোরে বোয়ালখালীর তিনটি ইউনিয়নে হাঁতির সাড়াশি আক্রমণে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন খরনদ্বীপের আবদুল মাবুদ, পোপাদিয়ার জাকের মাস্টার ও কদুরখিলের এলাকার তাহের মিস্ত্রী। এসময় হাতির পাল সদলবলে কয়েকটি গ্রামের অন্তত ৮টি বাড়ি ও গোয়ালঘর ভাংচুর করে। নষ্ট হয় বেশ কিছু ফসলি জমিও।

বোয়ালখালী ইউএনও আছিয়া খাতুন জানান, শনিবার করলডেঙ্গা পাহাড় থেকে নেমে প্রায় ৭ থেকে ৯ টি হাতি লোকালয়ে চলে আসে। লোকালয়ে হাতি দেখতে পেয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসন ও বনবিভাগ হাতির পাল বনাঞ্চলে ফিরিয়ে নিতে নানা উদ্যোগ নেয়। তবে রোববার ভোরে ফিরে যাওয়ার সময় এ আক্রমণ চালায় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply