হংকংয়ের নির্বাচনে গণতন্ত্রপন্থীদের বিপুল জয়

|

হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে গণতন্ত্রপন্থি প্রার্থীরা। এ পর্যন্ত ঘোষিত ২৪১ আসনের ফলাফলে ২০১টিতেই জয় পেয়েছে গণতন্ত্রপন্থিরা।

অন্যদিকে বেইজিংপন্থিরা সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছে মাত্র ২৮টি আসনে। রোববারের নির্বাচনে রেকর্ড ৭১ শতাংশের বেশি ভোটার উপস্থিতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রায় ছ’মাস ধরে বিক্ষোভ সহিংসতায় অস্থিতিশীল হংকংয়ের এবারের নির্বাচনকে দেখা হয় বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে। স্থানীয় পরিষদে প্রতিনিধিত্ব বাড়ানোর মাধ্যমে বেইজিংপন্থি প্রশাসনকে চাপে ফেলার লক্ষ্য নিয়ে অংশ নেয় গণতন্ত্রপন্থিরা।

ঐতিহ্য অনুযায়ী হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচনে বিশেষ ভূমিকা থাকে স্থানীয় প্রতিনিধিদের। তাই প্রধান নির্বাহী ক্যারি লামের অগ্নিপরীক্ষা হিসেবে বিবেচনা করা হয় এ নির্বাচনকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply