ইসরায়েলে দূতাবাসের মর্যাদা কমিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

|

জেরুজালেম ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্কিন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটি তেলআবিবে স্থাপিত নিজেদের দূতাবাসের মর্যাদা কমিয়ে লিয়াঁজো অফিসে পরিণত করেছে।

গত সপ্তাহে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে নিন্দা-প্রতিবাদ। মার্কিন সিদ্ধান্ত বাতিল করতে জাতিসংঘ গতকাল বৃহস্পতিবার সাধারণ পরিষদে প্রস্তাব পাস করেছে।

এদিকে জেরুজালেম ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েই শুধু ক্ষ্যান্ত দেয়নি দক্ষিণ আফ্রিকা। বুধবার দেশটির ক্ষমতাসীন দল এএনসির বার্ষিক সভায় তেলআবিবে নিজেদের দূতাবাসের মর্যাদা কমানোর সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে মূলত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা।

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি দক্ষিণ আফ্রিকার মানুষের প্রত্যক্ষ সমর্থন ও সহমর্মিতার নিদর্শনস্বরূপ এ সিদ্ধান্ত নেয়া হল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হল যে, ইসরায়েল যেভাবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে সেজন্য তাকে মূল্য দিতে হবে।’

এদিকে এএনসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকায় দেশটির রাষ্ট্রদূত হাশেস দাজানি বলেন, শান্তি প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এছাড়া প্রতিরোধ আন্দোলন হামাস এবং ‘সাউথ আফ্রিকান জিউশ ফর অ্যা ফ্রি প্যালেস্টাইন’ নামক সংস্থা দক্ষিণ আফ্রিকা বলিষ্ঠ পদক্ষের জন্য ধন্যবাদ জানিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply