কঙ্গোতে জাতিসংঘ কার্যালয়ে অগ্নিসংযোগ বিক্ষোভকারীদের

|

কঙ্গোর বেনি শহরে জাতিসংঘের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় আট বেসামরিক নাগরিক নিহতের জেরে রোববার শুরু হয় এই বিক্ষোভ।

পুলিশ জানিয়েছে, প্রথমে বেনির মেয়রের কার্যালয়ে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। পরে নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করেই হামলা চালায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনারা গুলি ছুঁড়লেও পরোয়া করেনি বিক্ষোভকারীরা। উল্টো বিভিন্ন ভবন ও যানবাহনে আগুন দেয়ার পাশাপাশি লুটপাট চালায়।

এসময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে নিহত হয় আন্দোলনকারীদের দু’জন। বেসামরিক নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে বেনি থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রত্যাহারের দাবি জানায় বিক্ষোভকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply