দিল্লির চেয়েও ঢাকার বাতাস বেশি দূষিত!

|

বিশ্ব স্বাস্থ্য সংস্হার প্রতিবেদন অনুযায়ী দিল্লির চেয়েও ঢাকার বাতাস বেশি দূষিত। আদালতের নির্দেশেও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না সিটি করপোরেশন। এ অব্স্থায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নগরবাসী।

আজ বায়ু দুষণ নিয়ে একটি রিট আবেদনের চুড়ান্ত আদেশ দেয়ার কথা রয়েছে উচ্চ আদালতের।

গেলো রবিবার আদালত ক্ষোভের সাথে জানতে চান, বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপের জন্য এখন দুই সিটি মেয়রকে ডেকে আনতে হবে কিনা? এর আগে বায়ুদূষণ কমানোর জন্য পানি ছিটানোর আদেশ দিলেও কার্যকরী কোন পদক্ষেপ নেয়া হয়নি।

এদিকে গতকাল বায়ু দূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের তথ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হওয়ায় উদ্বেগ জানিয়েছিলো পরিবেশমন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। দূষণের জন্য ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply