ভূরুঙ্গামারীতে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

|

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ময়নাতলা এলাকা থেকে একটি বিরল প্রজাতির প্রাণী বনরুই উদ্ধার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বঙ্গসোনাহাট ইউনিয়নের ময়নাতলা এলাকার জৈনক শহিদুল ইসলামের শুপারি বাগান থেকে রশি দিয়ে বাঁধা অবস্থায় বনরুইটি উদ্ধার করে। তবে এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর জানান, একটি চক্র পাচারের উদ্দেশ্যে এ প্রাণিটি এনেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, একটি চক্র দীর্ঘদিন থেকে ভারতের আসাম সীমান্ত দিয়ে এই বিরল প্রাণি এনে ঢাকায় চড়া মূল্যে বিক্রি করে। এর আগে ৩১ অক্টোবর কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের আব্দুল খালেকের বাড়ির পাশের ধান ক্ষেত থেকে বস্তা বন্দি অবস্থায় একটি, ২৩ মে একই ইউনিয়নের কাশেম বাজার এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে একটি এবং ৮ই সেপ্টেম্বর নাগেশ্বরীর হাসেমবাজার এলাকা থেকে একটি বনরুই উদ্ধার করে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply