রাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সি ইউনিটে প্রথম স্থান অধিকারীর ভর্তি স্থগিত

|

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলতি সেশনে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে মানবিক থেকে প্রথম হওয়া মো. হাসিবুর রহমানের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে রাবি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে সি ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হাসিব চলতি বর্ষে ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘সি’ ইউনিটে অংশ নেন। গত ৬ ও ৭ নভেম্বর যথাক্রমে ‘সি’ ও ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হলে ‘সি’ ইউনিটে প্রথম ও ‘এ’ ইউনিটে বহু নির্বাচনিতে মাত্র ২০ নম্বর পেয়ে অকৃতকার্য হন হাসিব। পরীক্ষার শর্তানুযায়ী বহুনির্বাচনিতে অকৃতকার্য হলে লিখিত খাতা মূল্যায়নের অযোগ্য বলে বিবেচিত হয়। ‘সি’ ইউনিটে তার রোল নম্বর-৮০৩১৮ ও ‘এ’ ইউনিটের রোল-৫৪২৩৩।

ড. মো. একরামুল হামিদ জানান, বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে তার দুই ইউনিটের উত্তরপত্র পর্যবক্ষেণে নেয়া হয়। এরপর ভর্তি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply