মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে আব্বাসের হুঁশিয়ারি

|

সংকট সমাধানে মার্কিন হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে আবারো হুঁশিয়ারি দিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়ের প্রতিও আহ্বান জানান তিনি।

শুক্রবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে বৈঠকের পর এ বার্তা দেন আব্বাস।

যৌথ সংবাদ সম্মেলনে নিজেদের অধিকার আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ঘোষেণা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। তিনি বলেন, সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকায় যুক্তরাষ্ট্র অসততার প্রমাণ দিয়েছে।

এদিকে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে এখনো উত্তাল পশ্চিম তীর। শুক্রবারও দফায় দফায় ফিলিস্তিনদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এদিন গাজায় সেনাদের সাথে সংঘর্ষে প্রাণ হারায় ২ ফিলিস্তিনি। এ নিয়ে মার্কিন স্বীকৃতির পর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply