যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ইরাকের দক্ষিণাঞ্চল

|

যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ইরাকের দক্ষিণাঞ্চল। বৃহস্পতিবার, নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন, আহত আড়াইশো মানুষ।

নাজাফ ও নাসিরিয়া শহরে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ সব স্থাপনায় জোরপূর্বক ঢুকতে চাচ্ছিলেন বিক্ষোভকারীরা। ভাংচুরের পাশাপাশি করেন অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও এলোপাতাড়ি গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। তাতেই ঘটে প্রাণহানি। আহতদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

হাসপাতালগুলোর দাবি, বাড়তে পারে নিহতের সংখ্যা। এদিকে, অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে পদচ্যুত করা হয়েছে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জামাল আল শামারিকে।

অক্টোবর থেকে প্রশাসনিক দুর্নীতি, দুর্বল জনসেবা এবং উচ্চ বেকারত্ব হারের প্রতিবাদে ইরাকে চলছে বিক্ষোভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply