প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পরও সহিংসতা থামছে না ইরাকে

|

অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। তীব্র গণআন্দোলনের মুখে শুক্রবার এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

তিনি জানান, পার্লামেন্টে জমা দেবেন পদত্যাগপত্র। তবে কবে নাগাদ পদত্যাগপত্র দেবেন সে বিষয় উল্লেখ করেননি বিবৃতিতে। অবশ্য প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পরও শান্ত হয়নি ইরাকের পরিস্থিতি।

গোটা রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের দাবিতে চলছে বিক্ষোভ। শুক্রবার নাসিরিয়ায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে আন্দোলনকারীরা জড়ো হলে ব্যাপক সংঘর্ষ বাধে। প্রাণ যায় কমপক্ষে ২১ জনের। আহত হয় শতাধিক। গত দুই সপ্তাহের বিক্ষোভে অন্তত ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

চলমান সংকট নিয়ে আলোচনায় রোববার পার্লামেন্টে জরুরি অধিবেশনে বসছেন ইরাকি আইনপ্রণেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply