নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার খোর্দ্দ চম্পা গ্রামে অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্বদেন- ১৬ বিজিবি’র অধিনায়ক একেএম আরিফুল ইসলাম। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা ও নিয়ামতপুর থানার ওসি আবুল কালাম আজাদসহ পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযানে নামে। এসময় খোর্দ্দ চম্পা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের বাড়ির পাশ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেন তারা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তির ওজন ১৯ কেজি ২৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা। মূর্তিটি পাশের ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা অপচেষ্টা চালাচ্ছিলো বলে ধরনা করছে বিজিবি কর্মকর্ততারা। তবে এর সাথে জড়িত কাউকে ইটক করতে পারেনি তারা।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply