চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে জেএসএস কর্মী নিহত

|

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মগবানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বিক্রম চাকমা(৪০)। সে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির জানান, রবিবার দুপুরে কাপ্তাইয়ের মগবান আওলাদ বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিক্রম চাকমা নামে জনসংহতি সমিতির এক সদস্য প্রতিপক্ষের গুলিত নিহত হয়েছেন। গুলি করে হত্যাকারীরা জঙ্গলে পালিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।

শান্তি চুক্তির ২২ তম বর্ষপূর্তির ১ দিন আগে এ ঘটনায় এলাকার স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply