পুঠিয়ার সাবেক ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

|

শ্রমিক নেতা নুরুল হত্যা মামলার এজহার রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলে দিয়েছেন বলে জানিয়েছেন হাইকোর্ট। এজন্য পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তের নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠাতে বলা হয়েছে।

আদালত বলেন, গুটিকয়েক পুলিশের কারণে পুলিশের সুনাম নষ্ট হতে দেয়া যায়না। কিশোরের জবানবন্দির বিষয়ে এসপি ও অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন হাইকোর্ট। এ সময় হাইকোর্ট নুরুল ইসলামের পরিবার ও আইনজীবীদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেন।

গত সেপ্টেম্বরে এই হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। প্রকৃত খুনিদের বাঁচাতে পুলিশ এক কিশোরকে নির্যাতনের পর মাথায় পিস্তল ঠেকিয়ে, নামাজ পড়িয়ে জোরপূর্বক আদায় করে মিথ্যা জবানবন্দি। কিশোরের সাথে অবৈধ সম্পর্কের ‘জজ মিয়া নাটক’ সাজায় জেলা গোয়েন্দা পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply