বিপিএলে আবারও অধিনায়ক হলেন মাশরাফী

|

চার বারের বিপিএল শিরোপা জয়ী অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে এবারও দেখা যাবে অধিনায়কত্বে। বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। তামিম-আফ্রিদি-মুমিনুলদের নিয়ে গড়া শক্তিশালী ঢাকার চোখ শিরোপা জয়ে। সেটা আরো একবার স্পষ্ট জানিয়ে দিলেন দলটির ওপেনার এনামুল হক বিজয়।

বিপিএলের জন্যই প্রস্তুত হতেই ওজন কমিয়েছেন, ব্যথা পেয়েছেন পিঠে। সেই ইনজুরি কাটিয়ে অনুশীলনেও ফিরেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বল হাতে পুরো ছন্দে না থাকলেও নতুন মিশন শুরু ওয়ানডে অধিনায়কের। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামার অপেক্ষায় থাকা ম্যাশের এবারের দায়িত্বও বড়। বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়ক যে তিনি। তামিম-আফ্রিদি থাকলেও ম্যাশের উপরই ভরসা রেখেছে ঢাকা।

গেল ছয় আসরে চার বারের শিরোপা উঠেছে যার হাত ধরে সেই মাশরাফী থাকায় স্বপ্নবাজ ঢাকাও। প্লেয়ার্স ড্রাফট শেষে অভিজ্ঞদের নিয়ে গড়া দল নিয়ে আরো একটি শিরোপা জয়ের স্বপ্ন ঢাকার।

দলগত লক্ষ্যের সাথে আছে ব্যক্তিগত মিশনও। ২০২০ টি২০ বিশ্বকাপের দল গড়তে এবারের বিপিএলের ভুমিকা যে অনেক সেটা পরিষ্কার করেছেন নির্বাচকরা। তাই তো এনামুল বিজয় জয় করতে চান বিপিএল।

পুর্নাঙ্গ দল হিসেবে শিগগিরি অনুশীলন শুরু করবে ঢাকা প্লাটুন। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বাকি ছয়দল ঢাকার কাছে রানার্স আপ হয়ে আছে প্রস্ততি পর্বেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply