পারিবারিক কলহের জেরে রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

|

রাজধানীর ধানমন্ডিতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। মৃত মিতা নূরের স্বামী আদনান তামিমের দাবি তার বাবা-মা বিভিন্ন সময় মিতাকে শারিরীক ও মানসিক নির্যাতন করতো। বঞ্চনা সইতে না পেরে সাড়ে তিন মাসের ছোট শিশুকে রেখেই আত্মহনন করে সে।

এই ঘটানায় ধানমন্ডি মডেল থানায় মৃত গৃহবধুর বাবা বাদি হয়ে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

গৃহবধূ মিতা নূরের সংসার জীবন দেড় বছরের। এই অল্প সময়ে জুটেছে শারিরীক ও মানসিক নানা বঞ্চনা। মিতার স্বামীর দাবি, তার বাবা মা-ই পুত্রবধুর ওপর বিভিন্ন সময় নিপীড়ন চালাতো।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে মিতার শ্বশুর নারায়নগঞ্জের কাস্টমস কর্মকর্তা এবিএমএ কাফি ও শ্বাশুড়ি সুরাইয়া বেগমের কঠোর সাজার দাবি করেছে তাদের ছেলে আদনান তামিম।

পুলিশ বলছে, প্রাথমিক ভাবে আত্মহত্যার প্ররোচনার প্রমাণ পেয়েছে তারা।

রাতেই এ ঘটনায় মৃত গৃহবধুর বাবা শ্বশুড়-শ্বাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply