পেট্রোল পাম্প মালিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

|

আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে পেট্রোল পাম্প মালিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

আজ সোমবার সকালে কারওয়ান বাজারে বিপিসির ঢাকাস্থ লিয়োজা অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলা হয়।

একইসাথে ১৫ ডিসেম্বর জ্বালানী প্রতিমন্ত্রীর সাথে পেট্রোল পাম্প মালিক-কর্মচারীদের দাবির বিষয়ে বৈঠক করার কথাও বলা হয়েছে। আগামীকাল পেট্রোল পাম্প মালিকদের দাবি দাওয়া নিয়ে জ্বালানী বিভাগে বৈঠক হবে বলেও জানানো হয় এ বৈঠকে।

বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের পক্ষে কথা বলেছেন, মহাসচিব সাজ্জাদুল করিম আর বিপিসির পক্ষ থেকে কথা বলেছেন বিপণন পরিচালক সৈয়দ মেহেদি হাসান।

এরআগে, জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানো, ট্যাংক-লরি চলাচলে পুলিশের হয়রানি বন্ধ; পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply