১৬ রানে অলআউট!

|

টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১৬ রানেই অলআউট মালদ্বীপ নারী ক্রিকেট দল। সোমবার নেপালের পোখারা রাঙ্গসালা স্টেডিয়ামে চলমান সাউথ এশিয়ান গেমসের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। ১০.১ ওভরে ১৬ রানে অলআউট মালদ্বীপ। দলের ৯ জন ব্যাটসম্যান রানের খাতা খোলার সুযোগ পাননি। ওপেনার হামজা নিওয়াজ করেন সর্বোচ্চ ৯ রান। এছাড়া, উইকেটকিপার ব্যাটসম্যান হাফসা আব্দুল্লাহ করেন ৪ রান।

নেপালের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েন অঞ্জলি চাঁদ। তিনি ২.১ ওভারে কোনো রান খরচ না করেই ৬ উইকেট শিকার করেন। টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫ বল খেলেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে নেপাল। দলের জয়ে ৫ বলে তিনটি চারের সাহায্যে ১৩ রান করেন কাজল শ্রেষ্ঠা।

নারী ক্রিকেটে এর আগে দক্ষিণ আফ্রিকার দেশ রোয়ান্ডার বিপক্ষে চলতি বছরের জুনে ৯ ওভারে মাত্র ৬ রানে অলআউট হয়েছিল পশ্চিম আফ্রিকার দেশ মালি। জবাবে ৪ বল খেলে জয় নিশ্চিত করে রোয়ান্ডা। তবে ছেলেদের ক্রিকেটে টি-টোয়েন্টিতে দলীয় সর্বনিম্ন রানের বাজে রেকর্ড গড়েছে তুর্কি। তারা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে চলতি বছরের আগস্টে ২১ রানে অলআউট হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply