ইরানে বিক্ষোভ-সহিংসতায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ২০৮ জন

|

ইরানে বিক্ষোভ-সহিংসতায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ২০৮ জন। সোমবার, এই তথ্য জানায় মানবাধিকার সংগঠন- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংখ্যাটিকে ‘ভীতিকর’ আখ্যা দিয়েছে অ্যামনেস্টি। লন্ডন ভিত্তিক সংগঠনটির দাবি, তাদের হাতে নিরাপত্তা বাহিনীর অভিযানের যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।

তাদের দাবি, তেহরান প্রদেশের শাহরিয়ার শহরে চালানো হয়েছে সাড়াশি অভিযান, সেখানেই হতাহতের পরিমাণ সবচেয়ে বেশি।

অ্যামনেস্টি জানিয়েছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে বাড়ির ছাদ ও হেলিকপ্টার থেকে ছোঁড়া হয়েছে গুলি। এমনকি, সামনাসামনি গুলিবিদ্ধ করার ভিডিও রয়েছে সংগঠনটির হাতে।

বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করছে রুহানি প্রশাসন। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামেন বিক্ষোভকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply