রেকর্ড ষষ্ঠবারের মতো ‘ব্যালন ডি অর’ লিওনেল মেসির হাতে

|

রেকর্ড ষষ্ঠবারের মতো ‘ব্যালন ডি অর’ উঠলো বার্সেলোনার আর্জেন্টাইন তারকা, লিওনেল মেসির হাতে। রোনালদো-ফন ডাইকের মতো আলোচনায় থাকা তারকাদের পেছনে ফেলে তিনি জয় করলেন এই খেতাব।

সোমবার রাতে প্যারিসে জমকালো আয়োজনে রোনালদো-ডাইককে টপকে ৩২ বছর বয়সী মেসির হাতে উঠেছে সেরার পুরস্কার।

আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে এই ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ফুটবল জাদুকর। গত সেপ্টেম্বরে ফিফা বর্ষসেরা ‘দ্য বেস্ট মেনস প্লেয়ার’ও নির্বাচিত হন মেসি। সেখানেও ক্যারিয়ারে সবচেয়ে বেশি ষষ্ঠবারের মতো ফিফা’র খেতাব জিতেছেন।

ছয়বার ব্যালন ডি’অর জয়ী মেসি সংক্ষিপ্ত তালিকায় আছেন টানা একযুগ। পাঁচবার জিতে তার সঙ্গী ছিলেন রোনালদো। আর্জেন্টিনার জার্সিতে হতাশ করলেও বরাবরের মতো গত ক্লাব মৌসুম দারুণ কেটেছিল মেসির। বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও কোপা ডেল রের ফাইনালে তুলেছেন। ব্যক্তিগত নৈপুণ্যে আছে লিগে সর্বোচ্চ ৩৬ গোল করে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের স্মৃতি। উয়েফা সেরার গত আসরে সর্বোচ্চ ১২ গোলও তারই। সেসবের স্বীকৃতি এই ব্যালন ডি’অর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply