ব্যবসায়ীরা দাম না কমালে এক লাখ টন পেঁয়াজ বাজারে ছাড়া হবে: বাণিজ্যমন্ত্রী

|

ব্যবসায়ীরা দাম না কমালে ঢাকা ও চট্টগ্রামে টিসিবির মাধ্যমে এক লাখ টন পেঁয়াজ বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রাজধানীর একটি হোটেলে দ্রব্যমূল্যের উর্দ্ধধগতি রোধে ব্যবসায়ীদের সাথে আলোচনায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করায় পেঁয়াজের দাম বেড়েছে। কোন প্রকার লাভ ছাড়াই আমদানিকারকরা কেনা দামেই বিক্রির আশ্বাস দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণে সব চেষ্টা করছে সরকার। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বলেও আশা করেন টিপু মুনশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply