যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কমলা হ্যারিস

|

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। নির্বাচনে লড়ার মতো পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে না পারায় এ সিদ্ধান্ত বলে, জানিয়েছেন তিনি।

গেল জানুয়ারিতে প্রচারণা শুরু করেন ক্যালিফোর্নিয়ার এই সিনেটর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ৪৪ বছর বয়সী এই নারী, সেসময় গণমাধ্যমে বেশ সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রচারও পান। কিন্তু নভেম্বরে নিজের আসন ছাড়াও বাল্টিমোর আর নিউ হ্যাম্পশায়ারে তহবিল সংগ্রহের দৌড়ে পিছিয়ে পড়েন। তার বিপরীতে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন জো বাইডেন, বার্নি স্যান্ডার্স আর এলিজাবেথ ওয়ারেনের মতো ডেমোক্র্যাট নেতারা। কমলা হ্যারিসের পর নির্বাচনী ময়দানে আছেন ১৭ জন ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply