এসএ গেমস ক্রিকেটে পুরুষ ইভেন্টে মালদ্বীপকে ১০৯ রানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল। বাংলাদেশের দেয়া ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে তানভির ইসলামের ঘূর্ণিতে ৬৫ থামে মালদ্বীপ।
কির্তিপুরে টস জিতে ব্যাট করতে নেমে মালদ্বীপের বোলারদের কঠিন পরীক্ষা নেন দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। নাঈম ১ ছক্কা আর ৪ চারে ৩৮ রান করে রান আউটে কাটা পড়লে ভাঙ্গে ৫৯ রানের ওপেনিং জুটি। তবে সৌম্য সরকারকে সাথে নিয়ে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সৌম্য বিদায় নেন ৪৬ রানে। ৪৯ রানে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। শেষ দিকে আফিফের ১৬ আর রাব্বির ১২ রানে ১৭৪ রান তোলে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল।
জবাব দিতে নেমে তানভির ইসলামের ঘূর্ণিতে বিপাকে পড়ে মালদ্বীপ। ১৫ রান তুলতেই প্রথম উইকেট হারায় মালদ্বীপ। মোহাম্মদ রিশ্বান ৫ রানে ফেরেন তানভিরের দ্বিতীয় শিকার হয়ে। ১৯ রানে প্রথম পাঁচ উইকেট নেন তানভির। এর পর আফিফ-আফ্রিদিরা যোগ দিলে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে মালদ্বীপ। ৬৫ রানে থামে মালদ্বীপ।
Leave a reply