রিয়ালকে উড়িয়ে দিয়ে বার্সার এল ক্লাসিকো জয়

|

বছরের শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়ার ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। শেষ মুহূর্তে ভিদালের গোলে বড় জয় নিশ্চিত হয় কাতালুনিয়ার ক্লাবটির।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ঘরের মাঠে অধিপত্য ছিল রিয়ালের। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে বার্সা। ম্যাচের ৫৪ মিনিটে সুয়ারেসের গোলে এগিয়ে যায় তারা। দশ মিনিট পর বার্সার দারুণ আত্রুমণ প্রতিহত করতে গিয়ে ডি বক্সের মধ্যে ইচ্ছাকৃতভাবে হাতে লাগালে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় ডানিয়েল কার্ভাজাল। পেনাল্টিতে গোল করে বার্সাকে ২-০ তে এগিয়ে নিয়ে যায় মেসি। ক্লাসিকোতে এটি তার ২৫তম গোল (সর্বোচ্চ)।

নির্ধারিত সময়ের শেষ দিকে ভিদালের গোলে ব্যবধান বাড়ায় বার্সা। আর এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথেও এগিয়ে গেল কাতালান ক্লাবটি। পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ভ্যালেনসিয়ার পেছনে থেকে চতুর্থ অবস্থানে আছে সর্বাধিক ৩৩ বারের লা লিগা শিরোপা জয়ী রিয়াল।

এল ক্লাসিকোর আদ্যোপান্ত

মোট ম্যাচ: ২৩৬ (রিয়াল ৯৫, বার্সা ৯২, ড্র ৪৯)

লা লিগায় মুখোমুখি: ১৭৫ ম্যাচ (রিয়াল ৭২ জয়, বার্সা ৭০ জয়, ড্র ৩৩)

গোল: রিয়াল ৩৯৮, বার্সা ৩৮৪

সর্বাধিক গোল: মেসি (২৫টি)


যমুনা অনলাইন: এএস/টিএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply