বাংলায়ও রায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর

|

দেশকে এগিয়ে নিতে নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশে সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। নুসরাত হত্যা মামলা কথা তুলে ধরে তিনি বলেন, এই রায় দ্রুত হওয়ায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। বিচার প্রার্থীদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লেখার বিষয়টি বিবেচনার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।

আসামিদের আনা-নেয়ার ঝুঁকি কমাতে ভার্চুয়াল কোর্ট স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিচার বিভাগের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়াও আওয়ামী লীগ সরকারই প্রথম উচ্চ আদালতে নারী বিচারক নিয়োগ দিয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply