ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে ইউনাইটেড

|

ম্যানচেস্টার ডার্বিতে ইতিহাদ থেকে জয় নিয়েছে ফিরেছে ইউনাইটেড। চিরপ্রতিদ্বন্দ্বী সিটিকে তারা হারিয়েছে ২-১ গোলে। লিগের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে টেবিল টপার লিভারপুল আর টটেনহ্যাম। তবে এভারটনের মাঠে হেরেছে চেলসি।

লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো রেড ডেভিলরা। প্রথমার্ধেই স্বাগতিক দর্শকদের হতাশ করে দুই গোলের লিড নেয় তারা। ২২ মিনিটে ব্যারনার্দো সিলভা রাশফোর্ডকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন ফর্মের তুঙ্গে থাকা রাশফোর্ড। মিনিট ছয়েকের মাথায় আবারও গোল করে ইউনাইটেড। সিটি গোলরক্ষক এডারসনকে বোকা বানান মার্শিয়াল। ম্যাচে ফিরতে মরিয়া ম্যানচেস্টার সিটি দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করলেও সাফল্য মিলছিল না।

৮৫ মিনিটে মাহরেজের কর্ণার থেকে ওটামেন্ডির গোল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি। এই জয়ে ১৬ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ এ উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরেই রইলো সিটিজেনরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply