সাফ গেমস: সোনায় মোড়ানো সকাল বাংলাদেশের

|

সাফ গেমসে হ্যাটট্রিক স্বর্ণপদক জয়ের ইতিহাস গড়লেন বাংলাদেশি আর্চার ইতি খাতুন। আর্চারির রিকার্ভ ইভেন্টে রোববারের দুটি স্বর্ণপদক জয়ী আরচার ইতি খাতুন আজ এককে ৭-৩ সেট পয়েন্টে ভুটানের প্রতিযোগিকে হারিয়ে হ্যাটট্রিক স্বর্ণপদকের মালিক হন।

এদিকে আরচার রোমান সানা আজ রিকার্ভ পুরুষ এককে ৭-১ সেট পয়েন্টে ভুটানের কিনলে শেরিংকে হারিয়ে হ্যাটট্রিক স্বর্ণপদক জয় করেন।

এ নিয়ে সোমবার ৪টি স্বর্ণপদক এলো বাংলাদেশের ঝুলিতে।

আরচারিতে সোমবার দিনের প্রথম স্বর্ণটি এসেছে কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের সোমা বিশ্বাস ১৪২-১৩৪ পয়েন্টে শ্রীলঙ্কার প্রতিযোগিকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। গতকালও তিনি কম্পাউন্ড দলগততে স্বর্ণ জিতেছেন ।

আর সোমবারের দ্বিতীয় স্বর্ণপদকটি এসেছে কম্পাউন্ড পুরুষ এককে সোহেল রানার হাত দিয়ে। তিনি ১৩৭-১৩৬ পয়েন্টে ভুটানের তানদিন দর্জিকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন ।

আর এরপর এলো ইতি ও সানার একটি করে স্বর্ণপদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply