দ্রুত তোলার আশায় কীটনাশক প্রয়োগে ক্ষেতেই পচতে শুরু করেছে পেঁয়াজ

|

পেঁয়াজ বাজারের অস্থিরতা ছুঁয়েছে কৃষককে। দ্রুত ফসল তোলার আশায় জমিতে হরমন, তরল সার ও কীটনাশক ছিটাচ্ছেন চাষিরা। কিন্তু অতিমাত্রায় প্রয়োগের কারণে পচতে শুরু করেছে ক্ষেতের পেঁয়াজ। এতে উৎপাদন কমার শঙ্কা কৃষি বিভাগের।

কম সময়ে বাজারে পেঁয়াজ তুলতে প্রাণপণ চেষ্টা শরীয়তপুরের বেশিরভাগ চাষির। তারা বলছেন, বীজের উচ্চমূল্যসহ নানা কারণে বাড়ছে উৎপাদন খরচ। তারওপর ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে, পড়ে যাবে ফসলের দাম।

জাজিরার সদর আলীকান্দি গ্রামের সালাউদ্দিন। গেল বছরের মত এবারও পেঁয়াজ আবাদ করেছেন। জানেন বাজারে আগুন দামের খবর। তাই জমি পরিচর্যায় ভীষণ ব্যস্ততা। দ্রুত ফলনের আশায় ক্ষেতে বারবার স্প্রে করছেন হরমনসহ নানা ওষুধ।

এদিকে, বাম্পার ফলনের প্রলোভন দেখিয়ে চাষিকে বিভ্রান্ত করছে, কিছু অসাধু সার ব্যবসায়ী ও দোকানি। জমিতে বেশি করে হরমোন, তরল সারসহ নানা ওষুধ ছিটাতে, কৃষককে উদ্বুদ্ধ করছে তারা। কিন্তু অতিমাত্রায় এসব প্রয়োগে ক্ষতির মুখে পড়েছেন অনেকে।

পরিস্থিতি মোকাবেলায় পেঁয়াজ পচা রোধ করার পাশাপাশি ভালো ফলনের জন্য পরিমিত সার-কীটনাশক দেয়ার পরামর্শ শরীয়তপুরের জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেনর। সেই সাথে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের তাগিদ তার।

চলতি বছর শরীয়তপুরে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করেছেন চাষিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply