মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় আটক ১৩

|

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১৩ জন কে আটক করেছে বিজিবি’র ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল দল। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন শিশু ও ২ জন নারী রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের হয়েছে।

বিজিবি জানিয়েছে আজ সোমবার সকাল ৯টার দিকে মহেশপুরের ঘুঘরী নামক সীমান্ত এলাকা থেকে তাদের কে আটক করা হয়েছে ।

মহেশপুর বিজিবির ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে অতিরিক্ত পরিচালক লেঃ কর্ণেল কামরুল হাসান আটককারীদের অনুপ্রবেশকারী উল্লেখ করে জানিয়েছেন, আটককৃতরা কাজের সন্ধানে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছিল । এছাড়া কেউ কেউ ভারতীয় নাগরিক আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এদের মধ্যে ১ জন ভারতীয় নাগরিক রয়েছে বলে বিজিবি জানিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply