ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

|

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আবেদন করেছে সরকার। রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদন সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে।

রোববার, সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ৯০৮ পৃষ্ঠার এই রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। মোট ৯৪টি গ্রাউন্ডে এই রিভিউ আবেদন করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে। এই আবেদনের ফলে ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে করা আপিল বিভাগের রায়টি বাতিল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল জানান, প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এই রিভিউ আবেদনটি করা হয়েছে, এই জন্যই আবেদনে সময় বেশি লেগেছে।

উল্লেখ্য, গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে গত ৪ জানুয়ারি আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে ওই আপিল খারিজ করে রায় দেন। গত ১ আগস্ট প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply