কুষ্ঠরোগীদের সহানুভূতির সাথে দেখতে প্রধানমন্ত্রীর আহ্বান

|

কুষ্ঠরোগীদের সহানুভূতির সাথে দেখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

সকালে রাজধানীর একটি হোটেলে কুষ্ঠ রোগ নিরাময়ে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে কুষ্ঠ সনাক্ত করে চিকিৎসা দেয়া গেলে রোগ নিরাময় সম্ভব। এখনো প্রতিবছর সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে বলেও জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, এখনও যেসব এলাকায় কুষ্ঠ রোগের প্রাদুর্ভাব রয়েছে, সেসব স্থানে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। সঠিক ব্যবস্থা নিলে ২০৩০ সালের আগেই বাংলাদেশ কুষ্ঠরোগ মুক্ত হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply