করবিনকে ভোট না দেয়ার আহ্বান সাবেক ১৫ লেবার এমপির!

|

ব্রিটেনের নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ‘করবিন ঠেকাও’ স্লোগান আরও জোরালে হয়ে উঠছে। বিপক্ষ বিভিন্ন দল, দলমত নির্বিশেষে ধনকুবেরদের পর এবার নিজ দলের সাবেক এমপি ও নেতারা নেমেছেন লেবার নেতা জেরমি করবিনের বিপক্ষে।

বুধবার ব্রিটেনের শীর্ষস্থানীয় সব পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছেন সাবেক ১৫ লেবার এমপি। এই বিজ্ঞাপনে আহ্বান জানানো হয়েছে ভোটররা যাতে করবিনকে ভোট না দেন।

এছাড়া ইহুদীবিদ্বেষের প্রসঙ্গ টেনে তারা সতর্ক করেছেন যে, করবিনকে ভোট দিলে ইহুদী দেশ ছেড়ে যেতে বাধ্য হবে।

বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের জনপ্রিয়তা প্রতিদিন কমছে, উল্টোদিকে বাড়ছে করবিনের সমর্থন। এবং এর প্রেক্ষিতে অনেকে মনে করছেন করবিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় বামপন্থী এই নেতার বিরোধী শক্তি তাকে হারাতে উঠেপড়ে লেগেছে। আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply