বসলো স্প্যান, দৃশ্যমান পদ্মাসেতুর তিন কিলোমিটার

|

আরও একটি স্প্যান বসলো পদ্মা সেতুতে।এ নিয়ে বসানো স্প্যানের সংখ্যা দাড়ালো ১৮তে। সেতুর ১৭ ও ১৮ নম্বর পিলারে এটি বসানো হয়েছে। দৃশ্যমান হলো সেতুর প্রায় তিন কিলোমিটার অংশ।

চলতি মাসে আরও ২টি স্প্যান বসানোর কথা রয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার লম্বা সেতুতে স্প্যান বসাতে হবে মোট ৪১টি। এরমধ্যে চীন থেকে সেতু এলাকায় ৩৩টি স্প্যান এসেছে। আর মূল সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৫টির কাজ শেষ। বাকি পিলারগুলোর উপরের অংশের কাজ চলছে। সেতুর জাজিরা প্রান্তে রোডওয়ে স্ল্যাবের ১০৯টি বসে গেছে। নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ করতে দিনে অন্তত ৮টি করে রোডওয়ে স্ল্যাব বসাতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply