রোহিঙ্গা গণহত্যা মামলা: তৃতীয় দিনের শুনানি আজ

|

রোহিঙ্গা গণহত্যা মামলায়, নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচার আদালতে তৃতীয় দিনের শুনানি হবে আজ। বাংলাদেশ সময় বেলা ৩টা থেকে হবে যুক্তিতর্ক। প্রথমে গাম্বিয়া যুক্তি দেবে, পরে সেসব খণ্ডনের সুযোগ পাবে মিয়ানমার।

মামলার বাদীপক্ষ হিসেবে গাম্বিয়া আর অভিযুক্ত মিয়ানমার ছাড়াও উপস্থিত থাকবে বাংলাদেশ’সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। মঙ্গলবার, প্রথম দিনের শুনানিতে গাম্বিয়া অভিযোগ করে, রাতারাতি ঘটেনি রোহিঙ্গা গণহত্যা। বরং, পরিকল্পিতভাবে রাষ্ট্রের তরফ থেকে চালানো হয়েছে জাতিগত নিধন। বুধবার শুনানির দ্বিতীয় দিন যুক্তিখণ্ডন করে মিয়ানমার। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি দাবি করেন, রাখাইনে রোহিঙ্গা গণহত্যা হয়নি। জাতিগত নিধনেরও উদ্দেশ্য ছিলো না।

তবে অভিযানের সময় অপ্রয়োজনীয় শক্তি ব্যবহার করে থাকতে পারে সেনারা, এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি। আজ শুনানি শেষ হলেও, রায় হতে সময় লেগে যেতে পারে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply