মঠবাড়িয়ায় এমপি’র ওপর হামলার ঘটনায় ২২ জনের নামে মামলা

|

পিরোজপুর প্রতিনিধি:

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার গভীর রাতে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় যুবলীগ নেতা ও এমপি’র জনসংযোগ প্রতিনিধি আলী রেজা রঞ্জু বাদি হয়ে
সংসদ সদস্যের পক্ষে মামলাটি দায়ের করেন। মামলায় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক ফরাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেনসহ ২২ নেতা কর্মীকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে নিজ বাসভবনে ফিরছিলেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংসদ সদস্যকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় আসামিরা ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।

এ বিষয় উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত জানান, আমাদের
নেতাকর্মীদেরকে হয়রানি করার উদ্দেশ্যেই মিথ্যা মামলা করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে তদন্ত
করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply