চিলিতে চরম মানবাধিকার লঙ্ঘন করছে পুলিশ ও সেনাবাহিনী

|

A protester is detained by riot police at the end of a march in Santiago, Chile, Thursday, June 25, 2015. Teachers and students are asking for better salaries and participation in the government's education reform, and the march ended with some incidents between groups of hooded or masked protesters and police. (AP Photo/Jorge Saenz) ORG XMIT: XJS102

চিলিতে চরম মানবাধিকার লঙ্ঘন করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা- OHCHR এ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে।

৩০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, টানা দু’মাসের বিক্ষোভ-সংঘাতে ১৩৩টি ভয়াবহ নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। ২৪টি ছিলো যৌন হয়রানির ঘটনা। এছাড়া, হত্যা-গুম-ধর্ষনের হুমকির মতো অগুণিত মানসিক চাপ প্রদানের অভিযোগ রয়েছে চিলির নিরাপত্তার বাহিনীর বিরদ্ধে। মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অক্টোবরে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। সেসময়, আন্দোলনের নামে ঘটে লুটপাট; যা নিয়ন্ত্রনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার পুরানো ভাড়ায় ফিরে গেলেও, থামেনি সহিংসতা।

ওএইচসিএইচআর’র চিলি মিশন প্রধান ইমা গিরাস দেলগাদো বলেন, চিলিতে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। এরইমাঝে, ভুক্তভোগী ২৩৫ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরী করেছি আমরা। সাক্ষাৎকারদাতাদের মধ্যে ৬০ জন পুলিশ সদস্য, চিকিৎসক, বিচার বিভাগের সদস্য রয়েছেন। যাতে স্পষ্ট– অক্টোবরের মাঝামাঝি সময় থেকে বিক্ষোভকারীদের ওপর চলছে সরকারের দমন-পীড়ণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply