কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু

|

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রাসেল নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ জনে।

আজ সকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। ১৪ বছর বয়সী কিশোর রাসেলের শরীরের ৫৫ ভাগই পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের এখনো চিকিৎসা চলছে ১৭ জনের। তবে তাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সরকারের পক্ষ থেকে নিহত পরিবারগুলোকে সহায়তার ঘোষণাও দেয়া হয়েছে। গত বুধবার কেরাণীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভযাবহ ঐ আগুনে দগ্ধ হয় মোট ৩৮ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply