ত্যাগ স্বীকার করে সশস্ত্র বাহিনীকে দেশের জন্য কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

|

সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করতে প্রশিক্ষণ আর প্রণোদনা অব্যাহত রেখেছে সরকার। রোববার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ব্যাপারে সব সময়ই সচেষ্ট সরকার। এসময়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোন ত্যাগ স্বীকার করে সশস্ত্র বাহিনীকে কাজ করতে হবে জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply