বিজয়ের আলোয় আলোকিত হয়েছে পুরো দেশ

|

বিজয়ের আলোয় আলোকিত হয়েছে পুরো দেশ। রাজধানী সেজেছে আলোয় আলোয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ভবনে করা হয়েছে আলোকসজ্জা।

সন্ধ্যার পর যেন আবার জেগে উঠেছে ঢাকা। মতিঝিল, সচিবালয়, সুপ্রিমকোর্ট ফার্ম গেট, সংসদ ভবন এলাকা, শেরে বাংলা নগর, শাহবাগ, বাংলামটরসহ প্রায় সব এলাকায় করা হয়েছে আলোকসজ্জা। আলোর খেলায় তেরি হয়েছে মুক্তিযুদ্ধের চিহ্ন বহন করে এমন প্রতিক। সড়কের ডিভাইডার ও ল্যাম্পপোস্টে লাগানো হচ্ছে বিজয় দিবসের বিভিন্ন ব্যানার-ফেস্টুন আর পতাকা।

চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানিতে মন কেড়েছে সবার। সাধারণ মানুষ বলছেন বিজয়ের রাতে এমন আলোকসজ্জা বর্তমান প্রজন্মকে ইতিহাস জানতে আগ্রহী করে তোলে। অনেকেই পরিবারের সদস্যদের সাথে নিয়ে রাতভর ঘুরে দেখবেন এ আলোকসজ্জা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply