সচিবালয়ের চারদিকে নীরব এলাকা ঘোষণা

|

রাজধানীর সচিবালয়ের চতুর্দিকে নীরব এলাকা ঘোষণা করলো পরিবেশ অধিদপ্তর।

সকালে সচিবালয় গেটে দাঁড়িয়ে এ ঘোষণা দেন পরিবেশ ও বন মন্ত্রী মোহাম্মদ সাহাবুদ্দিন। এ সময় মন্ত্রী বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সচিবালয়ের চতুর্দিককে শব্দ দূষণ মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। আজ থেকে আইনের বিধান কার্যকর হবে। আগামীকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি জানান, আইন অমান্যকারিকে প্রথমে ১ মাসের কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

মন্ত্রী জানান, ধারাবাহিক ভাবে পুরো ঢাকাকে শব্দ দূষণমুক্ত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply